চবির সাংবাদিক সমিতির বার্ষিক স্মারক মোড়ক উন্মোচন

, ক্যাম্পাস

চবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-03-05 14:49:06

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) বার্ষিক স্মারক 'আঙিনা'র মোড়ক উন্মোচন হয়েছে।  

মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টায় চবি উপাচার্যের সভা কক্ষে মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার।

এ সময় চবিসাসের সাধারণ সম্পাদক ইমাম ইমুর সঞ্চালনায় ও মাহবুব এ রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার। আরও উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক নবাব আব্দুর রহিম, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আজহার, অর্থ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান, কার্যনির্বাহী সদস্য তামিম আহমেদ শরিফ সহ চবিসাসের সদস্যগণ।

আঙিনার সম্পাদক ও চবিসাসের প্রচার, প্রকাশনা ও দফতর সম্পাদক মোহাম্মদ আজহার এ সময় বলেন, চবিসাসের প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক হওয়ায় পদাধিকারবলে আমি এই ম্যাগাজিনের সম্পাদক হলেও প্রকৃতপক্ষে এই কর্মযজ্ঞে সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন চবিসাসের সভাপতি মাহবুব এ রহমান এবং সার্বক্ষণিক বুদ্ধি, পরামর্শ এবং তাড়না দিয়ে কাজ এগিয়ে নিতে সহযোগিতা করেছেন সাধারণ সম্পাদক ইমাম ইমু। এছাড়া অর্থ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামানের কাছে যখন যে সহযোগিতা চেয়েছি নিজের সর্বোচ্চটুকু দিয়ে পাশে ছিলেন তিনি। অল্প সময়ের মধ্যে ম্যাগাজিনটি প্রকাশ করায় কার্যনির্বাহী সদস্যদের সহযোগিতা খুব বেশি প্রয়োজন ছিল, যা আমি পেয়েছি। একইসঙ্গে চবিসাসের সাবেক নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক অনেক ব্যস্ততার মধ্যেও ম্যাগাজিনের জন্য লেখা দিয়ে সহযোগিতা করেছেন। তাদের সবার প্রতি শ্রদ্ধা।

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব তথ্য দেশ-বিদেশের মানুষের কাছে পৌঁছায়। বিশ্ববিদ্যালয় সম্পর্কে মানুষ কেমন ধারণা পোষণ করবে সেটা নির্ভর করে সাংবাদিকদের লেখার ওপর। তাই সাংবাদিকদের প্রতি অনুরোধ, ঘটনার সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করবেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক বেশি নেতিবাচক সংবাদ ছাপানো হয়েছে। এমনকি আমাকে দুর্নীতিবাজ বানানোর অপচেষ্টাও চালানো হয়েছে। তাদের লক্ষ্য ছিলো প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে এবং আমাকে সরিয়ে দেবেন। কিন্তু আল্লাহ যাকে সম্মান দেয় মানুষ তার কিছুই করতে পারেনা।

চবিসাসের সভাপতি মাহবুব এ রহমান বলেন, সমিতির সদস্যদের রায়ে দায়িত্ব নিয়েছিলাম। দায়িত্ব পালন শেষে বিদায় নিচ্ছি। সব সময় প্রচেষ্টা ছিল সমিতির অতীত ঐতিহ্য বজায় রেখে সামনের দিকে এগোবার। এরই অংশ হিসেবে এই 'আঙিনা'র প্রকাশ। আমরা খুব একটা সময় পাইনি। দৃঢ় মনোবল আর কার্যনির্বাহী পর্ষদের একাগ্রতায় এমন কাজের বাস্তবায়ন সম্ভব হয়েছে। চাইবো আমাদের পরবর্তী প্রজন্মও এই ধারাবাহিকতা জারি রাখবে।

চবিসাসের সাধারণ সম্পাদক ইমাম ইমু বলেন, সমিতির কার্যনির্বাহী কমিটি-২০২৩ এর বার্ষিক স্মারক প্রকাশের সিদ্ধান্ত হয় একদম অল্প সময়ে। কমিটির শেষ সময়ে নানা ব্যস্ততা আর কাজের চাপের মধ্যে ম্যাগাজিনটা করা খুবই কষ্টসাধ্য কাজ ছিল। এক্ষেত্রে সমিতির সভাপতি মাহবুব এ রহমান, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আজহার ও অর্থ সম্পাদক রোকনুজ্জামানসহ সকলের ঐকান্তিক সহযোগিতায় ম্যাগাজিনটি সম্পন্ন হয়।

আঙিনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চবিসাস সভাপতি মাহবুব এ রহমান, সাধারণ সম্পাদক ইমাম ইমু । সম্পাদনা সহযোগী ছিলেন, সহসভাপতি রুমান হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আব্দুর রহিম, অর্থ ও ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান, কার্যনির্বাহী সদস্য তামীম আহমেদ শরীফ।

এ সম্পর্কিত আরও খবর