পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। এবারই প্রথমবারের মতো রেজিস্ট্রেশন, ফি প্রদানসহ পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করা হবে। ভর্তি কার্যক্রম ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে যা ১৭ অক্টোবর পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শামসুজ্জামান জানান, অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা বাড়িতে বসেই সহজে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।
উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, 'এই উদ্যোগ শিক্ষার্থীদের ভোগান্তি কমাবে এবং ভবিষ্যতে অন্যান্য একাডেমিক কার্যক্রমও অনলাইনে সম্পন্ন হবে।'