জবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের দুই গ্রুপের বাকবিতণ্ডার সময় ভিডিও করার সন্দেহে ফিন্যান্স বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রদল কর্মী পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী রায়হান হোসেন।
বুধবার (১জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) ভবনের নিচে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীর মোহাম্মদ জিহান, বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ সেশনের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী।
ঘটনার বর্ণনা দিয়ে জিহান জানান, "আমি আমার এক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। পাশেই রায়হান ও তার কয়েকজন সঙ্গীর মধ্যে বাকবিতণ্ডা চলছিল। আমার হাতে ফোন ছিল এবং হয়তো ক্যামেরাটি তাদের দিকে ছিল, যা আমার জানা নেই। এ সন্দেহে তারা আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ফোনটি ছিনিয়ে নেয়।
জিহান আরও বলেন, এই মিথ্যা অভিযোগ নিয়ে আমারে মারছে বিশেষ করে রাইয়ান নামে ১৭ ব্যাচের (ফিজিক্স) আমারে থাপ্পর এবং লাথি মারে এবং অকথ্য ভাষায় গালাগালি করে। প্রকৃতপক্ষে আমি কোনো ভিডিও করি নাই তারপরও মারছে। আমি চিল্লায় চিল্লায় বলতেছিলাম আমি ভিড়িও করি নি বরং আপনারা দেখেন আমি পার্সওয়াড খুলে দিচ্ছি, চেক করেন এটা বলার পরও আমায় মারছে।
জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতাদের জানাব। সহিংসতা কখনো সমর্থন করি না।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, বিষয়টি আমরা মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।