জাবির নারী সহকারী প্রক্টরকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ-মিছিল

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলির পোশাক নিয়ে শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীনের কটুক্তির প্রতিবাদ জানিয়ে ৩ দফা দাবিতে বিক্ষোভ-মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বুধবার (১ জানুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়৷ পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় শিক্ষার্থীদের 'অ্যাকশন-অ্যাকশন, নবীন চাচ্চুর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন; নবীন চাচ্চুর দুই গালে, জুতা মারো তালে তালে; বয়কট-বয়কট, নবীন চাচ্চু বয়কট; বোরকার কটুক্তি, মানি না-মানবো না; নারীর পর্দার নিরাপত্তা, নিশ্চিত করো-করতে হবে' প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়৷

বিজ্ঞাপন

সমাবেশে শিক্ষার্থীরা ৩ দফা দাবি জানান এবং দাবিসমূহের বাস্তবায়নের রোডম্যাপ আগামী তিন দিনের মধ্যে সকলের সামনে প্রকাশের আল্টিমেটাম দেন৷ তাদের দাবিগুলো হলো- অভিযুক্ত নবীনের একাডেমিক সকল সনদ বাতিল এবং ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞা স্থায়ীভাবে করতে হবে; ক্যাম্পাস একাডেমিক এবং অন্যান্য সকল ক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ এবং বৈষম্য মূলক আচরণ (যেমন: দাড়ি-টুপি বোরকা হিজাব শাঁখা সিঁদুর নিয়ে বৈষম্য নির্মূলে স্থায়ী নীতিমালা প্রণয়ন ও সেল গঠন করতে হবে; এবং পরিচয় সনাক্তকরণের প্রিন্ট ফিঙ্গার প্রিন্টিং এর ব্যবস্থা চালু করতে হবে৷

সমাবেশে বক্তারা সহকারী প্রক্টরের প্রতি কটুক্তির তীব্র নিন্দা জানান এবং অভিযুক্ত ছাত্রদল নেতা নবীনুর রহমান নবীনের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।