কুবির গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়

, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2024-12-31 19:11:55

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। আবেদনের সময়সীমা ও পরীক্ষার সম্ভাব্য তারিখও পেছানো হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।

রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমরা এখনও সার্কুলার দিইনি। যতক্ষণ না পর্যন্ত পত্রিকায় সার্কুলার দিব, ততক্ষণ কোনো কিছুই চূড়ান্ত না। গুচ্ছ থেকে বের হওয়ার বিষয়ে মন্ত্রণালয় বলছে- আপনারা গুচ্ছতে থাকেন। আর আমাদের সিদ্ধান্ত হলো আমরা বের হয়ে যাব। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো বিষয়ই নিশ্চিত না।’

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ৮৩তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ঐ সভায় বলা হয়েছিল, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন চলবে আগামী বছরের ১-২০ জানুয়ারি পর্যন্ত।

এ সম্পর্কিত আরও খবর