জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের লক্ষ্যে ইংরেজি বিভাগের অধ্যাপক মনিরুজ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার এবং প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে সদস্য-সচিব করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি অধ্যাপক কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর গঠনতন্ত্রের ৮(৬) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং সদস্যসচিব নিয়োগ করা হয়েছে।
এছাড়া নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন- জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট অধ্যাপক লুৎফুল এলাহী এবং বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা।
অফিস আদেশে আরও বলা হয়, প্রয়োজনবোধে বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নির্বাচন পরিচালনার জন্য নিয়োগ করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে৷