মানি চেঞ্জার নগদ ৫০ লাখ টাকার বেশি রাখতে পারবে না

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 20:25:05

দেশের কোনো মানি চেঞ্জার প্রতিদিন কত ডলার বা টাকা সংরক্ষণ করতে পারবে তা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মানি চেঞ্জারগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো আগের মতো প্রতিদিনের কেনাবেচা শেষে নগদ ৫০ লাখ টাকার বেশি বৈদেশিক মুদ্রা রাখতে পারবে।

তবে এর বেশি ডলার বৈদেশিক মুদ্রা থাকলে এফসি হিসেবে (বৈদেশিক মুদ্রার হিসাব) জমা দিতে হবে। তবে ইচ্ছে করলে পরের দিন জমা দেওয়া ডলার তুলতে পারবেন মানি চেঞ্জাররা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, এখন থেকে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো দৈনিক লেনদেনের পরে ২৫ হাজারের বেশি ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা নিজস্ব বৈদেশিক মুদ্রা হিসাবে (এফসি হিসাব) জমা রাখতে পারবে। প্রতিষ্ঠানগুলো জমা করা ডলার পরবর্তী দিন বা যেকোনো প্রয়োজন আকারে তুলতে পারবেন। তবে প্রত্যেক মানি চেঞ্জার এফসি হিসেবে সর্বোচ্চ ৫০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রায় রাখতে পারবেন। তার বেশি এফসি হিসেবে রাখতে পারবে না।

এছাড়াও প্রতিদিন লেনদেন শেষে প্রতিষ্ঠানগুলো স্থানীয় মুদ্রায় নগদ ৫০ লাখ টাকার বেশি চলতি হিসেবে রাখতে পারবে না।

আরও বলা হয়েছে, মানি চেঞ্জারগুলোর এফসি হিসেবে ৫০ হাজার ডলারের বেশি বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা থাকলে সেগুলো ব্যাংকের কাছে বিক্রি করতে পারবে।

এ সম্পর্কিত আরও খবর