ওয়ারীর অগ্নিকাণ্ড গ্যাসের লিকেজ থেকে হয়নি

, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 20:51:31

রাজধানীর ওয়ারীতে গ্যাস লিকেজ থেকে আগুন লাগেনি। ভেকুর আঘাতে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৬ জুন দিবাগত রাতে প্রায় ২.৩০ ঘটিকায় (মধ্যরাত) রাজধানীর ওয়ারী এলাকায় গ্যাস লিকেজ হয়ে ৫জন দগ্ধ হয়েছেন মর্মে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে, যা তিতাস গ্যাসের নজরে আসে।

মূলত ওয়ারী টিপু সুলতান রোডে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃক রাস্তায় গর্ত করে বিদ্যুৎ লাইনের কাজ চলছিল। রাত সোয়া দুইটার সময় ডিপিডিসি কর্তৃক ভেকু মেশিন ব্যবহার করে রাস্তা খনন কাজ করার সময় তিতাস গ্যাসের পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে দুর্ঘটনা ঘটে।

এ সম্পর্কিত আরও খবর