রেমিট্যান্সের ডলারের সর্বোচ্চ দাম নির্ধারণ

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-08 20:29:38

রেমিট্যান্সের বিপরীতে সরকার আড়াই শতাংশ প্রণোদনা দিয়ে থাকে। এর সঙ্গে ব্যাংকগুলো আরও আড়াই শতাংশ প্রণোদনার ঘোষণা দেয়। যদিও ব্যাংকের এই প্রণোদনা দেওয়া বাধ্যতামূলক ছিল না। তবে এখন থেকে ব্যাংকের নিজস্ব প্রণোদনাসহ ডলারের দাম কোনোভাবেই ১১৫ টাকার বেশি দর না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর এবিবি ও বাফেদা প্রতি ডলারে ৫০ পয়সা বাড়িয়ে রপ্তানি ও রেমিট্যান্সে ১১০ টাকা ৫০ পয়সায় নির্ধারণ করে। এর সঙ্গে রেমিট্যান্সে ব্যাংকগুলো নিজেদের মতো করে প্রণোদনা দিতে পারবে বলে জানানো হয়। বেশিরভাগ ব্যাংক এ দরে ডলার না পাওয়ায় এখন ১২২ টাকা থেকে ১২৪ টাকা পর্যন্ত দরেও ডলার কিনছে অনেক ব্যাংক।

এছাড়াও অস্বাভাবিক মুনাফা লাভের আশায় ব্যবসায়ীরা অতিরিক্ত ডলার কিনে মজুদ করে রাখছেন বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। ফলে ডলার সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।

এদিকে চলমান ডলার সংকটের মধ্যে রিজার্ভ থেকে আর কোন খাতে বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, এখন থেকে রিজার্ভের ওপর চাপ কমাতে দেশের অভ্যন্তরে আর ডলার বিনিয়োগ করা হবে না। যেসব খাতে রিজার্ভ বিনিয়োগ করা হয় তাও কমিয়ে আনা হবে। ইতোমধ্যে সাড়ে ৭ বিলিয়নের রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) সাড়ে তিন বিলিয়ন করা হয়েছে। পায়রা বন্দরের ঋণ আদায়ে চেষ্টা করা হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে নতুন ডলার আসবে। তখন রিজার্ভ বাড়বে। এজন্য দেশের রিজার্ভ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

এ সম্পর্কিত আরও খবর