পুঁজিবাজারে লেনদেন ছাড়াল ৫০০ কোটি টাকা

পুঁজিবাজার, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা  | 2023-12-06 15:37:08

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের শেয়ারবাজারে মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। দরপতনের তুলায় দর বৃদ্ধির পাল্লা ভারি হলেও বেশিরভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল। এছাড়াও এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' ২ দশমিক ৯০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। লেনদেন শেষে সূচকটি অবস্থান নিয়েছে ৬ হাজার ২৫০ পয়েন্টে। শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর 'ডিএসই এস' সূচকেও যোগ হয়েছে দশমিক ৫৮ পয়েন্ট। তবে বাছাই করা কোম্পানিগুলোর সূচক 'ডিএস ৩০' এদিন দশমিক ৬৯ পয়েন্ট হারিয়েছে।

সূচকের মিশ্র প্রতিক্রিয়ার দিনে পুঁজিবাজারে লেনদেনে কিছুটা স্বস্তি ফিরেছে। গত সাত কার্যদিবসের মধ্যে এদিন ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। দিনভর এক্সচেঞ্জটিতে ৩৩৫ প্রতিষ্ঠানের ১৫ কোটি ৮০ লাখ ১৩ হাজার ৩১১টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৫২৮ কোটি ৯৫ লাখ টাকা। এর আগে গত ২৬ নভেম্বর ৫৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এরপর গতকাল পর্যন্ত ডিএসইর লেনদেন ৫০০ কোটির নিচে ছিল।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮১টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। দর বেড়েছে ৯০ প্রতিষ্ঠানের শেয়ারের। বিপরীতে ৬৩ কোম্পানির শেয়ারদর কমেছে।

আজ ডিএসইতে সবচেয়ে বেশি মূল্যের শেয়ার লেনদেন হয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। একদিনে কোম্পানিটির ৩৩ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ১ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ৮৯২টি শেয়ার হাতবদল হয়েছে। ফলে কোম্পানিটি এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষস্থান দখলে নিয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। একদিনে কোম্পানিটির শেয়ারদর ১৫ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। অপরদিকে সর্বোচ্চ দর হারানো লিবরা ইনফিউশন লিমিটেডের শেয়ারের দাম কমেছে ৬৯ টাকা ৭০ পয়সা বা ৪ দশমিক ৪৭ শতাংশ।

এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক 'সিএএসপিআই' আজ ৬ দশমিক ৯৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এক্সচেঞ্জটিতে ১৯২ কোম্পানির ১০ কোটি ৭৪ লাখ ২৫ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে ২৯টির, বেড়েছে ৫২টির। বিপরীতে ১১১ কোম্পানির শেয়ারদর বুধবার অপরিবর্তিত ছিল।

এ সম্পর্কিত আরও খবর