এবার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা, আহত ৫

বিদ্যুৎ-জ্বালানী, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-04-04 12:01:11

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অস্ত্রধারী ডাকাতদের হামলায় দুই আনসার সদস্যসহ ৫ জন প্রাইভেট সিকিউরিটি আহত হয়েছেন।

বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এই হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন- বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির জনসংযোগ কর্মকর্তা আনোয়ারুল আজিম।

তিনি বার্তা২৪কম-কে বলেন, বুধবার রাত ১১টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের পাশের ব্লক-ডিকে ৫০-৬০ জনের একটি দল হামলা করে। ওইখানে মজুত করা মালামাল নেওয়ার চেষ্টা করলে আনসার ও প্রাইভেট নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেন। ডাকাতদের হামলায় ২ জন আনসার সদস্য এবং ৩ জন প্রাইভেট সিকিউরিটির লোক গুরুতর আহত হয়। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তড়িৎ প্রতিরোধের কারণে ডাকাত দল তেমন কিছু নিতে পারেনি।

এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলমান রয়েছে বলেও জানান তিনি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, অস্ত্রধারীদের হামলায় ৫ জন আহত হয়েছেন বলে জেনেছি। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর