প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনের লক্ষ্যে সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়।
প্রধান উপদেষ্টার পক্ষে চেক গ্রহণ করেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব ফারুক ই-আজম বীরপ্রতীক। সংগঠনের পক্ষ থেকে অনুদানের চেক উপদেষ্টার কাছে চেক হস্তান্তর করেন অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর।