রাজস্ব আদায়ে এনবিআর'র লক্ষ্যপূরণ

, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-28 12:34:38

আগের দুই অর্থবছরের মত এবারও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। তবে, কথা থাকলেও চলতি অর্থবছর থেকে নতুন ভ্যাট আইন কার্যকর না হওয়ায় তাদের সামনে এখন ২০১৭-১৮ অর্থবছরের আরও বড় লক্ষ্য পূরণ করা বড় চ্যালেঞ্জ। ২০১৬-১৭ অর্থবছরে ১ লাখ ৮৫ হাজার ৩ কোটি ৬৯ লাখ টাকার রাজস্ব আদায় করেছে এনবিআর, যা তাদের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩ কোটি ৬৯ লাখ টাকা বেশি। এবারের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ১৯ শতাংশ বেশি। ২০১৫-১৬ অর্থবছরে ১ লাখ ৫৫ হাজার ৫১৮ কোটি টাকার রাজস্ব আদায় করেছিল এনবিআর। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে একে ‘স্মরণকালের সবচেয়ে বড় সফলতা’ হিসেবে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। গত অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে কর হিসেবে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়। অবশ্য পরে সংশোধিত বাজেটে তা কমিয়ে ১ লাখ ৮৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। গত ২০১৬-১৭ অর্থবছরের মূল বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা, আদায় সন্তোষজনক না হওয়ায় তা সংশোধন করে ২ লাখ ১৮ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। এর মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি থেকে নামিয়ে আনা হয় ১ লাখ ৮৫ হাজার কোটি টাকায়। ২০১৫-১৬ অর্থবছরে ১ লাখ ৫০ হাজার কোটি টাকা সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয় ১ লাখ ৫৫ হাজার ৫১৮ কোটি টাকা। আর ২০১৪-১৫ অর্থবছরে ১ লাখ ৩৬ হাজার ২৬৬ কোটি ৬৮ লাখ টাকা রাজস্ব আদায় করেছিল এনবিআর। ওই অর্থবছরের বাজেটে ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা সংশোধন করে এক লাখ ৩৫ হাজার ২৮ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি ২০১৭-১৮ অর্থবছরে ৪ লাখ ২৬৬ কোটি টাকার যে বাজেট ঘোষণা করা হয়েছে, সেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৯৯০ কোটি টাকা। এর মধ্যে ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা এনবিআরের মাধ্যমে আদায়ের পরিকল্পনা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর