পুঁজিবাজারে সূচক সামান্য বাড়ছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 23:06:38

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (৯ অক্টোবর) সূচক সামান্য বেড়ে চলছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ৩ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৫ কোটি ৩৯ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৩ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ১ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক বাড়ে ৪ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ৬ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ৫ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৯০২ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার ৭৪২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৩৫ পয়েন্টে।

এদিন, বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল টিউবস, সামিট পাওয়ার, স্ট্যান্ডার্ড সিরামিকস, মুন্নু স্টাফলারস, ইস্টার্ন কেবল, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, অ্যাটলাস বাংলা, স্কয়ার ফার্মা, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড এবং ওয়াটা কেমিক্যাল।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪০ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৮৯ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, এসপি সিরামিকস, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল এফবিএসএল জিএফ, সিভি পেট্রোকেমিক্যাল, সিটি জেনারেল ইনস্যুরেন্স, সামিট পাওয়ার, মেট্রো স্পিনিং, মাইডাস ফাইন্যান্স এবং পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

এ সম্পর্কিত আরও খবর