এক দিন বিরতির পর পুঁজিবাজারে চলমান দরপতনের প্রতিবাদে ফের বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীরা। বিক্ষোভে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন এবং সদস্য হেলাল উদ্দিন নিজামীদের পদত্যাগসহ ১৫ দফা দাবি করেন তারা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ শুরু হয়। এর আগেও গত মঙ্গলবার (১৫ অক্টোবর) একই দাবিতে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা।
বিক্ষোভে বিনিয়োগকারীরা বলেন, 'ক্যাপিটাল মার্কেটকে ক্যাসিনো মার্কেটে পরিণত করার মূল নায়ক খায়রুল হোসেন ও হেলাল উদ্দিন নিজামী গংরা। তাদের পদত্যাগ চাই আমরা।'
এ সময় 'জ্বালো জ্বালো আগুন জ্বালো, বিএসইসির গদিতে আগুন জ্বালো এক সঙ্গে, খায়রুল তুই রাজাকার, এই মুহূর্তে কমিশন ছাড়, বাঁচতে হলে লড়তে হবে লড়াই করে জিততে হবে, শেয়ার বাজার ঠিক কর নইলে বুকে গুলি কর' বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিনিয়োগকারীরা।
এদিকে বৃহস্পতিবারও পুঁজিবাজারে দরপতন হয়েছে। এদিনও কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের গুজব রয়েছে পুঁজিবাজারে।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত পুঁজিবাজারে টানা দরপতন অব্যাহত রয়েছে। এই দরপতনে বিনিয়োগকারীরা ৬৪ হাজার কোটি টাকার বেশি পুঁজি হারিয়েছেন। তাতে সাড়ে ৩৫ লাখ বিনিয়োগকারী পুঁজি হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন। যা ২০১০ সালের ধসের চেয়ে ভয়াবহ ধস বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। বিনিয়োগকারীদের নেতা মিজান-উর-রশিদ বিক্ষোভের নেতৃত্ব দেন।