ডিএসইর সূচক বেড়েছে ৪৫ পয়েন্ট, সিএসইর ৮৫

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 21:27:00

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সূচক বেড়ে শেষ হয়েছে লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৫ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ৮৫ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩২২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে হয়েছিল ২৭১ কোটি ৩৬ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৪২ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ২৯ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সকাল সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৪ পয়েন্ট। এরপর সূচক নেতিবাচক হয়ে যায়। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক ৩ পয়েন্ট কমে যায়। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ১ পয়েন্ট কমে যায়। এরপর সূচক আবার বাড়তে থাকে। সকাল ১০টা ৫০ মিনিটে সূচক ৩ পয়েন্ট বেড়ে যায়। সকাল ১০টা ৫৫ মিনিটে সূচক ১২ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় সূচক ১৭ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা সাড়ে ১১টায় সূচক কমে গত কার্যদিবসের অবস্থানে ফিরে আসে। কিন্তু দুপুর ১২টায় সূচক ৯ পয়েন্ট বাড়ে। দুপুর ১টায় ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বাড়ে। দুপুর ২টায় সূচক ৩৬ পয়েন্ট বাড়ে এবং দুপুর আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭২ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৭৫ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৬ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩২২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৩টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের দাম।

বৃহস্পতিবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল টিউবস, গ্রামীণ ফোন, ইউনাইটেড পাওয়ার, কেপিসিএল, যমুনা ব্যাংক, মুন্নু স্টাফলারস, বিবিএস কেবল, সিলকো ফার্মা, সোনারবাংলা ইনস্যুরেন্স এবং প্রিমিয়ার ব্যাংক।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৮৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৩২ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ৮০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৯৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৪৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৩০ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতের সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- প্রাইম ফাইন্যান্স, এমারেল্ড অয়েল, জিবিবি পাওয়ার, রানার অটোমোবাইল, কপারটেক, এস্কার নিটিং, পেনিনসুলা হোটেল, কেটিএল, রংপুর ফাউন্ড্রি এবং তাল্লু স্পিনিং।

এ সম্পর্কিত আরও খবর