সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে প্রায় দেড় হাজার কোটি টাকা।
আস্থা ও তারল্য সংকটে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি ব্যক্তি ও বিদেশি বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তায় লেনদেন কমেছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, ক্রমান্বয়ে লেনদেন কমতে থাকায় চরম বিপর্যয়ে পড়েছে ব্রোকারেজ ব্যবসা।
ব্রোকারেজ কর্তৃপক্ষ বলছে, চলতি বছরের প্রথম থেকেই লেনদেন খরায় চলছে পুঁজিবাজার। তার ওপর নতুন করে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাজার ছাড়ছেন। ফলে সংকট আরও ঘনীভূত হয়েছে। ফলে আগে যেখানে ৫শ’ কোটি টাকার লেনদেন হতো, সেখানে লেনদেন এখন ২-৩শ’ কোটি টাকার গড়ে নেমে এসেছে।
ডিএসইর তথ্য মতে, গত অক্টোবর মাসে ২২ কার্যদিবসের ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭ হাজার ১ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৭৬ টাকা। এর আগের মাসে ২১ কার্যদিবসে মোট লেনদেন হয়েছিল ৮ হাজার ৪৯৫ কোটি ২৪ লাখ ৫৮ হাজার ৩২৪ টাকা।
অর্থাৎ সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে ডিএসইর বিনিয়োগকারীদের লেনদেন কমেছে ১ হাজার ৪৯৩ কোটি ৪১ লাখ ৪৭ হাজার ২৪৮ টাকা।