ডিএসইতে সূচক বেড়ে লেনদেন চলছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 20:58:07

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচক সামান্য বেড়ে চলছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৩ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৪২ কোটি ৪৬ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০২ কোটি ৮৮ লাখ টাকা।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১৩ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ১১ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ২০ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ২৩ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ২৯ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় সূচক ৩১ পয়েন্ট বাড়ে। বেলা সাড়ে ১১টায় সূচক ৩৭ পয়েন্ট বাড়ে এবং বেলা ১২টায় সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭২৭ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৪১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৫ পয়েন্টে।

এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৪২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২১২টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল টিউবস, ভিএফএসটিডিএল, স্ট্যান্ডার্ড সিরামিকস, জেনেক্সিল, বঙ্গজ, ফার্মা এইড, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, বাংলাদেশ সাবমেরিন কেবল, ফরচুন সু এবং বিপিএমএল।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসসিএক্স) ৫৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৩৫ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৬৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৯৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৮০ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১২টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- ইস্টার্ন কেবল, সমরিতা হাসপাতাল, সলভো কেমিক্যাল, বিপিএমএল, সমতা লেদার, ইনটেক অনলাইন, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, তসরিফা ইন্ডাস্ট্রিজ, মোজাফফর হোসেন স্পিনিং এবং হাক্কানী পাল্প।

এ সম্পর্কিত আরও খবর