দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ নভেম্বর) সূচকের ওঠানামায় চলছে এদিনের লেনদেন কার্যক্রম। তবে এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ বাড়ছে। এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১ পয়েন্ট।
এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭৩ কোটি ২৯ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৫ কোটি ৬১ লাখ টাকা।
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৫ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ৮ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ৯ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১০ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ১৭ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১১টায় সূচক ১৩ পয়েন্ট বাড়ে। বেলা সাড়ে ১১টায় সূচক ২ পয়েন্ট বাড়ে এবং বেলা ১২টায় সূচক ১ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৭৮০ পয়েন্টে।
অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৬০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৩ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৭৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তীত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ারের দাম।
এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ওয়াটা কেমিক্যাল, ন্যাশনাল টিউবস, ন্যাশনাল পলিমার, সোনারবাংলা ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক, অগ্রণী ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ফরচুন সু, সুহৃদ ইন্ডাস্ট্রিজ এবং লংকাবাংলা ফাইন্যান্স।
সিএসই
অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসসিএক্স) ৮ পয়েন্ট কমে ৮ হাজার ৮১২ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮০১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৫০৬ পয়েন্টে অবস্থান করে।
এদিন বেলা ১২টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- সমতা লেদার, ইনটেক অনলাইন, ফারইস্ট ফাইন্যান্স, অ্যাপোলো ইস্পাত, এসিআই, আরগন ডেনিমস, ন্যাশনাল পলিমার, বিডি থাই, ইনফরমেশন সার্ভিসেস এবং মার্কেন্টাইল ইন্স্যুরেন্স।