দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ নভেম্বর) সূচক সামান্য কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে মাত্র ২ পয়েন্ট। গত কার্যদিবসে বেড়েছিল ৯ পয়েন্ট। এছাড়া ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৬ কোটি টাকা।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসের হয়েছিল ২৯৬ কোটি ৬৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের মধ্যে ডিএসইতে লেনদেন বেড়েছে ৯৬ কোটি টাকা।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সকাল সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৫ পয়েন্ট। ১০টা ৪০ মিনিটে সূচক ৮ পয়েন্ট বাড়ে। ১০টা ৪৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ৯ পয়েন্ট বাড়ে। ১০টা ৫০ মিনিটে সূচক ১০ পয়েন্ট বাড়ে। ১০টা ৫৫ মিনিটে সূচক ১৭ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। ১১টায় সূচক ১৩ পয়েন্ট বাড়ে। সাড়ে ১১টায় সূচক ২ পয়েন্ট বাড়ে, বেলা ১২টায় সূচক ১ পয়েন্ট কমে। বেলা ১টায় সূচক বাড়ে মাত্র ১ পয়েন্ট, দুপুর ২টায় সূচক ১ পয়েন্ট কমে এবং আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭৯ পয়েন্টে অবস্থান করে।
অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ০.৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৬৪ পয়েন্টে। তবে ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৪ পয়েন্টে।
লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১৯৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম।
মঙ্গলবার দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল টিউবস, ওয়াটা কেমিক্যাল, সোনারবাংলা ইনস্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ফরচুন সু, উত্তরা ব্যাংক, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, কেপিসিএল এবং লংকা-বাংলা ফাইন্যান্স।
সিএসই
অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮২৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮০৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৩১ পয়েন্টে অবস্থান করে।
লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এদিন দাম বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- সমতা লেদার, প্রিমিয়ার সিমেন্ট, ইনটেক অনলাইন, আনলিমা ইয়ার্ন, প্যারামাউন্ট ইনস্যুরেন্স, প্রভাতী ইনস্যুরেন্স, সানলাইফ ইনস্যুরেন্স, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, রংপুর ফাউন্ড্রি এবং মিথুন নিটিং।