ডিএসইতে সূচক কমেছে ২৬, সিএসইতে ৫২ পয়েন্ট

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-07 20:47:36

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবসে সূচক ও লেনদেনের পরিমাণ কমেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৬ পয়েন্ট এবং সিএসইতে কমেছে ৫২ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে হয়েছিল ৩৮৯ কোটি ৯৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের মধ্যে ডিএসইতে লেনদেন কমেছে ৭০ কোটি টাকা।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই
এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক কমে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক কমে ৯ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ১০ পয়েন্ট কমে।

এরপর সূচক বাড়তে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ৫ পয়েন্ট কমে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক আগের কার্যদিবসের অবস্থানে ফিরে আছে। অর্থাৎ সূচক কমেনি বা বাড়েনি।

বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ২ পয়েন্ট কমে। বেলা ১১টায় সূচক ১ পয়েন্ট বাড়ে। বেলা সাড়ে ১১টায় সূচক ১৬ পয়েন্ট কমে, বেলা ১২টায় সূচক ২৬ পয়েন্ট কমে। বেলা ১টায় সূচক কমে ৪১ পয়েন্ট, বেলা ২টায় সূচক ৩০ পয়েন্ট কমে এবং বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৭১০ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৩৮ পয়েন্টে। তবে ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮০ পয়েন্টে।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১৫৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ারের দাম।

বৃহস্পতিবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে—রেনেটা, ন্যাশনাল টিউবস, স্কয়ার ফার্মা, ফরচুন সু, সোনারবাংলা ইন্স্যুরেন্স, কেটিএল, গ্রামীণ ফোন, স্ট্যান্ডার্ড সিরামিকস, ওয়অটা কেমিকেল এবং বিকন ফার্মা।

সিএসই
অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৫২ পয়েন্ট কমে ৮ হাজার ৭০৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ১৬৪ পয়েন্ট কমে ১২ হাজার ৬০২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৩২৭ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো—ন্যাশনাল ফিড মিল, আইসিবি এএমসিএল দ্বিতীয়, জাহিন টেক্সটাইল, কেটিএল, সেন্ট্রাল ফার্মা, ইয়ার্ন পলিমার, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সিএনএ টেক্সটাইল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং এসইএমএল আইবিবিএল এসএফ।

এ সম্পর্কিত আরও খবর