ডিএসইতে লেনদেন বেড়েছে সাড়ে ৪৪ কোটি টাকা

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 11:41:52

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৭ নভেম্বর) সূচক ও লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে সাড়ে ৪৪ কোটি টাকা।

রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে (বৃহস্পতিবার-১৪ নভেম্বর) হয়েছিল ৩১৯ কোটি ৯ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের মধ্যে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৪ কোটি ৫৯ লাখ টাকা।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সকাল সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক কমে ৭ পয়েন্ট। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক ১০ পয়েন্ট বাড়ে। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ১২ পয়েন্ট বাড়ে। সকাল ১০টা ৫০ মিনিটে সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৩ পয়েন্ট বাড়ে। সকাল ১০টা ৫৫ মিনিটে সূচক ১০ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় সূচক ৬ পয়েন্ট বাড়ে। বেলা সাড়ে ১১টায় সূচক ৫ পয়েন্ট বাড়ে, দুপুর সোয়া ১২টায় সূচক ৯ পয়েন্ট বাড়ে। দুপুর ১টায় সূচক বাড়ে ৯ পয়েন্ট, দুপুর ২টায় সূচক ১১ পয়েন্ট বাড়ে এবং দুপুর আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১৭ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৩ পয়েন্টে।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ারের দাম।

রোববার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল টিউবস, বাংলাদেশ সাবমেরিন কেবল, সোনারবাংলা ইন্স্যুরেন্স, লংকা-বাংলা ফাইন্যান্স, স্ট্যান্ডার্ড সিরামিকস, ওয়াটা কেমিকেল, ন্যাশনাল পলিমার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজ।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭২৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬২০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৪৮ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- মেঘনা সিমেন্ট, মুন্নু সিরামিকস, কে অ্যান্ড কিউ, ডেসকো, বিডি ল্যাম্পস, আরডি ফুড, অ্যাপেক্স ফুড, কাশেম ইন্ডাস্ট্রিজ, মিরাকেল ইন্ডাস্ট্রিজ এবং সিভিও পেট্রোকেমিক্যাল।

এ সম্পর্কিত আরও খবর