বন্ড ইস্যু করে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও জানা গেছে, ২০১৪ সালের ডিসেম্বরে ঝুঁকিপূর্ণ মূলধন সম্পর্কিত নির্দেশনাগুলো মেনে চলার জন্য অতিরিক্ত টায়ার-১ ও ব্যাংকের মূলধন শক্তিশালী করতে এই বন্ড ইস্যু করা হবে। নিয়ন্ত্রক সংস্থার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমতির পর ব্যাংকটি এই বন্ড ইস্যু করবে।
২০০৩ সালে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার মঙ্গলবার সর্বশেষ লেনদেন হয়েছে ৮ দশমিক ২০ টাকায়। কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৯ দশমিক ৬৩ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২১ দশমিক ৯৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে কোম্পানির ৩৭ দশমিক ১৫ শতাংশ শেয়ার। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১ দশমিক ২৬ শতাংশ শেয়ার।