ডিএসইতে সূচক ধীরে বাড়ছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-20 16:29:14

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ নভেম্বর) সূচক ধীরে বেড়ে চলছে লেনদেন কার্যক্রম। এদিন বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪ পয়েন্ট। এছাড়া একই সময় ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২০৯ কোটি ৩০ লাখ টাকা।

ডিএসই'র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে সকাল ১০টায়। শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৪ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ৯ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ১৭ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৬ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ১১ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় সূচক ১৩ পয়েন্ট বাড়ে। বেলা সাড়ে ১১টায় সূচক ৭ পয়েন্ট বাড়ে, বেলা ১২টায় সূচক বাড়ে ১৪ পয়েন্ট এবং বেলা সাড়ে ১২টায় সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৬৯৩ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৩৩ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৬ পয়েন্টে।

এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২০৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১৯১ কোটি ৫২ লাখ টাকা।

একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- এশিয়া ইন্স্যুরেন্স, ফরচুন সু, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, গ্রামীণ ফোন, বিকন ফার্মা, সোনারবাংলা ইন্স্যুরেন্স, বিবিএস কেবল, স্টাইল ক্রাফটস এবং সি পার্ল হোটেল ভিএফএসটিডিএল, বিকন ফার্মা, কপারটেক, সোনারবাংলা ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, গ্রামীণ ফোন, এশিয়া ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস এবং ওয়াটা কেমিকেল।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসসিএক্স) ৫ পয়েন্ট কমে ৮ হাজার ৬৫৬ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১২ হাজার ৩৯৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৭ পয়েন্ট কমে ১৪ হাজার ২৪৪ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা সাড়ে ১২টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- আরএন স্পিনিং, ইনটেক অনলাইন, সায়হাম টেক্সটাইল, এইচএফএল, তসরিফা ইন্ডাস্ট্রিজ, আইসিবি দ্বিতীয়, আমান ফিড, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ এবং জিকিউ বলপেন।

এ সম্পর্কিত আরও খবর