ডিএসইতে প্রধান সূচক বাড়লেও অন্যান্য সূচক কমেছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-17 23:57:31

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান সূচক ডিএসইএক্স বাড়লেও কমেছে অন্যান্য সূচক। এদিন ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২৮ পয়েন্ট এবং লেনদেন বেড়েছে ১১৬ কোটি টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৪৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ১৬ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ১৫ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৩ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ২৮ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় সূচক ২২ পয়েন্ট বাড়ে। বেলা সাড়ে ১১টায় সূচক ১৭ পয়েন্ট বাড়ে, বেলা ১২টায় সূচক বাড়ে ১৫ পয়েন্ট, বেলা সাড়ে ১২টায় সূচক ১৯ পয়েন্ট বাড়ে। বেলা ১টায় সূচক বাড়ে ২১ পয়েন্ট, বেলা ২টায় সূচক ২৪ পয়েন্ট বাড়ে এবং বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭২২ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৩৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৫ পয়েন্টে।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ১৩৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম।

মঙ্গলবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল টিউবস, সিটি ব্যাংক, কেটিএল, লংকা-বাংলা ফাইন্যান্স, বিকন ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, সোনারবাংলা ইন্স্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, ডাচ্-বাংলা ব্যাংক এবং এসকে ট্রিমার।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৩২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৯৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৬০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩১৪ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৭৫ লাখ টাকা।

এদিন দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, কুইন সাউথ, জাহিন স্পিনিং, জেটিএল, সায়হাম টেক্সটাইল, অগ্নি সিস্টেম, ড্রাগন সোয়েটার, পদ্মা অয়েল, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং বে লিজিং।

এ সম্পর্কিত আরও খবর