পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডকে ২৫ কোটি ১৮ লাখ ১৪ হাজারটি শেয়ার ইস্যুর মাধমে পরিশোধিত মূলধন বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭০৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানিকে ২৫ কোটি ১৮ লাখ ১৪ হাজারটি সাধারণ শেয়ার কোম্পানির বিদ্যমান শেয়ারহোল্ডার বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে (বিপিডিবি) ইস্যুর মাধ্যমে ২৫১ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকা পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিশন।
সাধারণ শেয়ার ওই কোম্পানিতে বিপিডিবির বিদ্যমান বিনিয়োগের বিপরীতে ভেন্ডোরের চুক্তির (vendor’s agreement) মাধ্যমে নগদ বিবেচনা ছাড়া অন্য প্রতিদানের (other than cash consideration) বিপরীতে ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিপিডিবির সঙ্গে স্বাক্ষরিত পঞ্চম ও ষষ্ঠ ভেন্ডোরের চুক্তির (5th and 6th vendor’s agreement) মাধ্যমে ২০০২ ও ২০০৭ সালে যথাক্রমে ১৭ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকা ও ২৩৪ কোটি ৬৪ লাখ টাকার (মোট ২৫১ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকা) সমপরিমাণ বৈদ্যুতিক সরঞ্জামাদি বিপিডিবি থেকে পিজিসিবিতে হস্তান্তর করা হয়। যা কোম্পানিটি এখন শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধনে রূপান্তর করবে।
২৫ কোটি ১৮ লাখ ১৪ হাজারটি সাধারণ শেয়ার স্ট্রাটেজিক বিনিয়োগ হিসেবে লক-ইন অবস্থায় থাকবে। যা কমিশনের পূর্বানুমোদন ছাড়া বিক্রি বা হস্তান্তর যোগ্য নয়।