বছরের শুরুতেই পুঁজিবাজারে কমেছে লেনদেন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-21 15:20:38

নতুন বছরের প্রথমদিন বুধবার (১ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর সেই ধাক্কায় সূচক কমেনি। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন ব্যাংক খাতের প্রায় সব শেয়ারের দাম কমায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সূচক বেড়েছে দশমিক ৩৫ পয়েন্ট। ডিএসইএস সূচক বেড়েছে ৩ দশমিক ৮২ পয়েন্টে। তবে কমেছে ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৫০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর দাম বেড়েছে ২২১টির, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের দাম। তাতে লেনদেন হয়েছে ২৯৬ কোটি ৩০ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩১৮ কোটি ৯৯ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে কমেছে ২২ কোটি টাকার বেশি।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১৪ বেড়ে ১৩ হাজার ৫১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৯ কোটি ৫৪ লাখ ১৬ হাজার ৮৭৬ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ৬৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম।

এ সম্পর্কিত আরও খবর