‘গান আমার, মডেল আপনি’

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-31 04:32:51

প্রীতম আহমেদ, সংগীতশিল্পী।

লন্ডনে থাকছেন আপাতত।

নির্মাণ করছেন একের পর এক গান, বিভিন্ন বিষয়ে।

প্রীতম

ব্যতিক্রমি উদ্যোগের জন্য বরাবরই প্রশংসিত তিনি।

এবার নিয়েছেন নতুন এক উদ্যোগ।

বাঙালি সংস্কৃতিকে উপজীব্য করে করছেন নতুন গান, ‘বাঙালি’।

কথা ও সুর প্রীতম আহমেদের।

সংগীতায়োজনে তার ব্যান্ড ‘প্রীতম অ্যান্ড কোং’।

প্রীতম অ্যান্ড কোং

ভিডিও নির্মাণ হবে এটির, বড় পরিসরে।

প্রীতম বলছেন-

পৃথিবীর ৮০টিরও বেশি দেশে বসবাস করেন অজস্র বাঙালি। তারা সুখ, দুঃখ, আনন্দ বেদনায় বাঙালি সংস্কৃতিকে লালন করেন ভালোবেসে। আমার এ গান তাদেরকে সম্মান জানাতে। আমি চাই, নতুন গানে তারাও থাকুক।

কিন্তু কিভাবে সম্ভব হবে এটা?

প্রশ্ন এসে যায়।

উত্তর মেলে প্রীতমের কথায়ই।

প্রীতম

তিনি বলছেন-

তারা যদি অবস্থানরত দেশের ভালো একটি স্থানে গিয়ে শুধু ‘বাঙালি’ বলে একটি ভিডিও পাঠান, আমি সেটি গানে যুক্ত করে নেবো। আমার ইচ্ছা, পৃথিবীর অন্তত ৮০টি দেশের প্রবাসী বাঙালির ভিডিও এই গানটিতে যুক্ত করতে।

ভিডিওগুলো পাঠাতে হবে প্রীতমের কাছেই, তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক ফ্যানপেজের ইনবক্সে

এমন উদ্যোগ প্রথমবারের মতো।

প্রীতম বলছেন-

প্রবাসে বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে আমাদের ভাষা, সংস্কৃতিকে তুলে ধরতে ও বাংলাদেশের অর্থনীতিতে অসামান্য অবদানের প্রতি সম্মান জানাতেই এই প্রথম বারের মত আমার মিউজিক ভিডিওতে প্রবাসী বাঙালিদের অংশগ্রহণ কামনা করছি।

প্রীতম

ভিডিও পাঠানোর নিয়মঃ

  • নারী পুরুষ শিশু সহ যে কোন বয়সের বাঙালিরাই ভিডিও পাঠাতে পারবেন।
  • জাতীয় পতাকা বা তার রং ব্যবহার করা যাবে।
  • ভিডিওটি অবশ্যই স্পষ্ট আলোতে ল্যান্ডস্কেপ ডিরেকশনে এইচডি মুডে রেকর্ড করতে হবে।
  • ক্লিপটি ৩০ সেকেন্ডের বেশি হওয়া যাবেনা।
  • গুগল ড্রাইভ বা উইট্রান্সফার সহ যে কোন ডাটা ট্রান্সফারে পাঠালে তার লিংকটি আমার ফেইসবুক পেইজের ইনবক্সে পাঠাতে হবে।

গানটির কাজ শেষ হলে প্রকাশ করা হবে প্রীতমের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুনঃ

মিশাকে দেখতে জায়েদ খান

বিনা টিকিটে ১৭ সিনেমা!

তামিল সিনেমায় বিগ বি’র অভিষেক!

বুশরার নতুন চমক

এ সম্পর্কিত আরও খবর