বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।
৯০ দশকে যাকে তুলনা করা হতো কাজল, মাধুরী দীক্ষিত ও জুহি চাওলার মতো জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে।
১৯৯১ সালে ‘পাথথার কা ফুল’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রেখেছেন রাভিনা।
২৭ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন ‘জামানে সে কেয়া ডারনা’, ‘লাডলা’, ‘খিলাড়িও কা খিলাড়ি’, ‘জিদ্দি’, ‘দুলহে রাজা’, ‘বড় মিয়া ছোট মিয়া’, ‘ঘরওয়ালি বাহারওয়ালি’র মতো জনপ্রিয় ছবিগুলোতে।
সেরা অভিনেত্রী হিসেবে ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সবশেষ ‘মাত্র’ (২০১৭) ছবিতে দেখা গেছে রাভিনাকে।
এরপর আর কোনো ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হননি তিনি।
আপাতত বলিউডে কামব্যাক করার ইচ্ছেও নেই তার।
কিন্তু কেনো?
রাভিনার ভাষ্যমতে,
‘যখন আমি একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছি নিজের শতভাগ দিয়েছি। পরে যখন আমার পরিবার হলো তখন সবকিছুতে একটা পরিবর্তন চলে আসে। আর সেটি হয়ে যায় আমার বেঁচে থাকার একমাত্র কারণ। ছবি আমার জীবনের অংশ কিন্তু সারাজীবনের নয়।’
এখন নাকি অনেক চিন্তা-ভাবনা করে ছবিতে চুক্তিবদ্ধ হতে হয়।
এ প্রসঙ্গে রাভিনা বলেছেন,
“আগে একসঙ্গে ৩০টি ছবিরও কাজ করেছি। কিন্তু এখন অনেক চিন্তা-ভাবনা করে ছবিতে চুক্তিবদ্ধ হতে হয়। আমি বিশ্বাস করি সময় এবং বয়সের সঙ্গে একজন অভিনেত্রীর বিবর্তন ঘটে। ৯০ দশকে আমি যে চরিত্রগুলোতে অভিনয় করেছি এখন চাইলেও সেটি করতে পারবো না। তাই সবসময় বয়সের সঙ্গে মানানসই চরিত্রগুলোতেই অভিনয় করা উচিত।”