কষ্টজীবী মানুষের গল্প নিয়ে ‘জাদুঘরের নাম কষ্ট’

ছোটপর্দা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 02:35:34

বর্তমান সময়ে প্রায় অধিকাংশ মানুষই কষ্ট বুকে যাপন করেই বেঁচে আছে। একেক মানুষের কষ্ট একেক রকম। প্রতিটি মানুষের কষ্টের রঙ আলাদা। কষ্ট ছাড়া মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন কাজ।

তেমনি একজন মানুষ অপূর্ব। সারা নামের একটি মেয়েকে ভালোবেসে ছিলো সে। সেই সারা অপূর্বকে বিয়ে না করে বিয়ে করে জাহিদকে।

অপূর্ব সারার ভালোবাসা না পেয়েও তার জন্য একটি জাদুঘর নির্মাণ করে।

সারা দুনিয়ায় বিভিন্ন পার্ক, বিনোদনমূলক জায়গা, চিরিয়াখানা, সমুদ্র সব পর্যটনমূলক স্থাপনায় সবাই আনন্দে ঘুরতে যায়। কিন্তু প্রাণভরে কষ্ট-বেদনা ও কান্নার কোনো স্থাপনা নেই। যেখানে গিয়ে মানুষ দুঃখ-বেদনা-কষ্ট ভুলে যাবে। অপূর্ব এমনি একটি জাদুঘর নিমার্ণ করে।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘জাদুঘরের নাম কষ্ট’। কবি-সাংবাদিক ইজাজ আহমেদ মিলনের গল্প বলম্বনে সংলাপ ও চিত্রনাট্য করেছেন মিজানুর রহমান বেলাল। নির্মাণ করেছেন আদিত্য জনি। প্রযোজনা করেছেন পুলক প্রাঙ্গণ।

‘জাদুঘরের নাম কষ্ট’তে অপূর্ব চরিত্রে আব্দুন নুর সজল, সারা চরিত্রে হিমি, জাহিদ চরিত্রে মারজুক রাসেল অভিনয় করেছেন। এছাড়া অন্যান্য চরিত্রে আছেন মিথিলা, রতন, শায়মা রুশো, আনোয়ার, শোরমী,রুশ খান,পারভীন আকতার।

‘জাদুঘরের নাম কষ্ট’ টেলিছবিটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

এ সম্পর্কিত আরও খবর