সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেলো ‘কেজিএফ চ্যাপ্টার টু’ ট্রেলার। রোববার (২৭ মার্চ) হম্বালে ফিল্মসের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ছবিটির ট্রেলার।
‘কেজিএফ চ্যাপ্টার টু’ ট্রেলারের জন্য দর্শকরা কতোটা অপেক্ষায় ছিলেন তা বোঝা গেলো এটি প্রকাশের পরই। মাত্র ৩৩ মিনিটে এটি দেখা হয়েছিলো ১১ লাখের বেশি বার।
‘কেজিএফ চ্যাপ্টার টু’র চিত্রনাট্য লিখেছেন প্রশান্ত নীল। পরিচালনার দায়িত্বে আছেন বিজয়ী কিরাগাঁদুর।
২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ’র প্রথম কিস্তি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন যশ। এবারও তাকে পাওয়া যাবে। এতে ভিলেন হিসেবে পাওয়া যাবে সঞ্জয় দত্তকে। তাদের পাশাপাশি আরও রয়েছেন প্রকাশ রাজ ও রাভিনা ট্যান্ডন। নায়িকা হিসেবে আছেন শ্রীনিধি শেঠি। হিন্দি, মালায়ালাম, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে ছবিটি।
‘কেজিএফ: চ্যাপ্টার টু’-এর সংগীত পরিচালনা করেছেন রবি বাসরুর।