৫ বছর পর শেষ হলো ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 19:34:04

বলিউড ইন্ডাস্ট্রির বহুল প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে অন্যতম ‘ব্রহ্মাস্ত্র’। অয়ন মুখার্জী পরিচালিত এই ছবিটির মধ্য দিয়ে প্রথমবার জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছেন তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট।

ইতিমধ্য়ে ছবিতে আলিয়া এবং রণবীরের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। যা রীতিমতো সাড়া ফেলেছে দর্শক মহলে।

চমকপ্রদ তথ্য হলো- দীর্ঘ ৫ বছর পর শেষ হলো ছবিটির ‍শুটিং।

সম্প্রতি বেনারসে তিন দিনের শুটিং শিডিউল ছিল ‘ব্রহ্মাস্ত্র’র টিমের। তা শেষ হতেই ছবির শুটিং শেষের ঘোষণা করলেন পরিচালক অয়ন মুখার্জী।


অয়ন জানিয়েছেন, ‘অবশেষে… শুটিং শেষ হল। পাঁচ বছর আগে ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রথম শট নেওয়া হয়েছিল। আজ শেষ হল শুটিং। একেবারে অবিশ্বাস্য, চ্যালেঞ্জিং, জীবনে একবারই হবে! ভাগ্যের পরিহাস, আমরা বেনারসে প্রথম পর্ব: শিব-এর শুটিং শেষ করেছি- শিব ভগবানের সেবা জুড়ে একটি শহর এবং তাও সবচেয়ে পবিত্র কাশী বিশ্বনাথ মন্দিরে, পবিত্র পরিবেশে শেষ হয়েছে, আনন্দ এবং আশীর্বাদ নিয়ে। সামনে রোমাঞ্চকর দিন, সামনে শেষ প্রস্তুতি! ২০২২ সালের ৯ সেপ্টেম্বর আসছে।’

‘ব্রহ্মাস্ত্র’তে রণবীরের চরিত্রের নাম শিব। তার প্রেমিকা ইশার ভূমিকায় অভিনয় করবেন আলিয়া ভাট। রণবীর-আলিয়া ছাড়াও ছবিতে আরও অভিনয় করবেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়।

এ সম্পর্কিত আরও খবর