বছর দুই আগে নৃত্যপরিচালক গণেশ আচার্যর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন তার এক নারী সহকর্মী। লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই নারী।
শুক্রবার (১ এপ্রিল) মুম্বাই পুলিশ গণেশের বিরুদ্ধে সেই চার্জশিট জমা দিয়েছে।
ওশিওয়ারা পুলিশ অফিসার সন্দীপ শিন্ডে, যিনি অভিযোগের তদন্ত করেছিলেন তিনি জানান, চার্জ শিট সম্প্রতি আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে দাখিল করেছেন।
৩৫৪ও (যৌন হয়রানি), ৩৫৪সি (ভয়্যুরিজম), ৩৫৪ডি (স্টকিং), ৩২৩ (আঘাত করা), ৫০৪ (শান্তি ভঙ্গ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান করা), ৩৪ (অপরাধ করার সাধারণ অভিপ্রায়) সহ বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে গণেশ আচার্যের বিরুদ্ধে।
এদিকে, ওই নারী সহকর্মী যখন গণেশের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন, তখন তা পুরোপুরি অস্বীকার করে গণেশ বলেছিলেন, এই অভিযোগ ভিত্তিহীন আর মিথ্যা। তা সত্ত্বেও তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। পরে গণেশও তার নারী সহকর্মীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন।