শাহরুখ খান তার বাড়ি ‘মান্নাত’-এ সম্প্রতি সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান মোহাম্মদ আল তুর্কিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। শনিবার (২ এপ্রিল) শাহরুখের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তুর্কি।
তুর্কির শেয়ার করা ছবিটিতে শাহরুখ খানের পরনে সাদা টি-শার্ট এবং লাইট ব্লু ড্যানিম দেখা গেছে। আর তুর্কি পরেছিলেন সম্পূর্ণ কালো রঙের পোশাক। ছবিটির ক্যাপশনে তুর্কি লিখেছেন, “আমার ভাই শাহরুখের সঙ্গে ভারত থেকে সকলকে রজমানের শুভেচ্ছা।”
শুধু তুর্কি নয়, সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী বাদের বিন ফারহান আলসৌদের সঙ্গে সাক্ষাৎ করেছেন শাহরুখ খান। তবে শুধু শাহরুখ খান একাই নন, সালমান খান, অক্ষয় কুমার ও সাইফ আলি খানও আলসৌদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শাহরুখ-সালমান-অক্ষয় ও সাইফের সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন সৌদির সংস্কৃতি মন্ত্রী। তবে ছবিগুলো শাহরুখের ‘মান্নাত’-এ তোলা হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।