ছুটির দিনটি দারুণভাবে কাটালেন সাইফ আলি খান। রোববার (১০ এপ্রিল) মেয়ে সারা আলি খান ও ছেলে ইব্রাহিম খানকে নিয়ে মধ্যাহ্নভোজে গিয়েছিলেন বলিউডের এই অভিনেতা।
মধ্যাহ্নভোজ শেষে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় সাইফ, সারা ও ইব্রাহিমকে ক্যামেরাবন্দি করে পাপারাজ্জিরা।
এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাদের ছবিগুলো। যেখানে সারাকে চেকের স্লিভলেস টপ ও প্লাজো, ইব্রাহিমকে সাদা শার্ট ও নীল রঙের ডেনিম এবং সাইফের পরনে লাল রঙের কুর্তা ও সাদা পায়জামাতে দেখা গেছে।
ভালোবেসে ১৯৯১ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাইফ আলি খান ও অমৃতা সিং। কিন্তু ২০০৪ সালে সংসার জীবনের ইতি টানেন তারা। সাবেক এই তারকা দম্পতির মেয়ে সারা আলি খান ও ছেলে ইব্রাহিম খান।
কাজের দিক থেকে এই মুহূর্তে সাইফ আলি খান ব্যস্ত আছেন ‘বিক্রম ভেদা’ ছবির কাজ নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে হৃত্বিক রোশনকে। এছাড়াও হাতে আছে ‘আদিপুরুষ’ ছবিটি।
সারা আলি খান ব্যস্ত আছেন ‘গ্যাসলাইট’ ছবির শুটিং নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে বিক্রান্ত মাসেকে।
ইব্রাহিম করণ জোহর প্রযোজিত ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’তে অ্যাসিসটেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন।