দীর্ঘদিন মন দেওয়া-নেওয়ার পর আগামী ১৪ এপ্রিল বিয়ের বন্ধনে জড়াতে যাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। কিন্তু বিয়ের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারা। তবে এরইমধ্যে এই হবু দম্পতিকে শুভকামনা জানাতে শুরু করেছেন সকলে।
রণবীর-আলিয়া জীবনের নতুন অধ্যায় শুরুর জন্য তাদের শুভকামনা জানিয়েছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের এই অভিনেতা হবু দম্পতিকে শুভকামনা জানানোর পাশাপাশি দিয়েছেন কিছু উপদেশও।
সঞ্জু বলেন, “যদি সে (রণবীর কাপুর) বিয়ে করে, আমি তার জন্য সত্যিই খুশি। আলিয়া আক্ষরিক অর্থেই আমার সামনে জন্মগ্রহণ করেছিলেন এবং বড় হয়েছিলেন। বিবাহ একটি প্রতিশ্রুতি যা তারা একে অপরের সাথে করছে এবং তাদের সেই সাথে লেগে থাকতে হবে, একে অপরের হাত ধরে সুখ, শান্তি ও গৌরবের সঙ্গে এগিয়ে যেতে হবে। শিগগিরই সন্তানের বাবা-মা হও এবং সুখে থাকো।”
উপদেশ দিয়ে বলিউডের এই অভিনেতা আরও বলেন, “রাস্তার প্রতিটি বক্ররেখার সঙ্গে তাদের মনে রাখতে হবে যে তারা একে অপরের প্রতি যে অঙ্গীকার করেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটিই এগিয়ে চলার চাবিকাঠি।”
সঞ্জয় দত্তের সঙ্গে ‘সড়ক’ ও ‘কলঙ্ক’ ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট।
অন্যদিকে, সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করেছিলেন রণবীর কাপুর।