মিউজিক ভিডিও বর্তমান সময়ে বেশ জনপ্রিয়। সেই জনপ্রিয়তার পালে হাওয়া দিয়ে একের পর এক নতুন মিউজিক ভিডিও নির্মাণ হচ্ছে, যা বেশ সাড়াও ফেলছে দর্শকমহলে।
এবার সেই স্রোতে অমিত নাথের পরিচালনায় প্রকাশ পেতে যাচ্ছে নতুন মিউজিক ভিডিও ‘মন ময়ূরী।’ গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী আশরাফুল পাভেল। লিখা, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শিল্পী নিজেই।
ইতিমধ্যে সম্পন্ন হয়েছে গানটির দৃশ্যধারণ। গানটিতে মডেল হিসেবে আছেন শাকিলা পারভিন ও তারেক জামান।
মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করেছেন ইয়াছিন বিন আরিয়ান। গানটি প্রকাশ হবে বর্ণাবি রেকর্ড প্ল্যাটফর্ম থেকে।
গানটি প্রসঙ্গে পরিচালক অমিত নাথ বলেন, ‘মন ময়ূরী গানটি একটি রোমান্টিক গান। গানটির মিউজিক ভিডিওতে প্রেমের রোম্যান্টিক একটা গল্প ও প্রেমের খুনসুটি তুলে ধারার চেষ্টা করেছি। দৃশ্যায়নও যতটুকু সম্ভব অনেক ভালো করার চেষ্টা করেছি। আশা করি, গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।'
শিল্পী আশরাফুল পাভেল বলেন, ‘গানটি করার জন্য অনেক সময় নিয়েছি। চেষ্টা করেছি সেরাটা দেয়ার জন্য, আশা করি শ্রোতারা নিরাশ হবে না।’