যে কারণে সপরিবারে ভারত ছাড়ছেন বিরুশকা!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতি

বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতি

ভারতের অন্যতম সেলিব্রেটি কাপল বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ভক্তরা তাদের জুটিকে আদর করে বিরুশকা নামে ডাকে। একজন বিশ্বের সেরা ক্রিকেটারের একজন, অন্যজন শীর্ষ স্থানীয় অভিনেত্রী। তারাই কিনা ভারত ছেড়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন! এমন দাবি ভারতীয় সংবাদমাধ্যমগুলোর।

কোহলি-আনুশকার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, ভারত ছেড়ে লন্ডনে সংসার পাতবেন কোহলি। স্ত্রী আনুশকা শর্মা, কন্যা ভামিকা ও পুত্র অকায়কে নিয়ে সেখানেই থাকবেন তিনি।

বিজ্ঞাপন
বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতি

রাজকুমার বলেন, ক্রিকেট ছাড়া বাকি সময়টা কোহলি পরিবারের সঙ্গেই কাটাতে ভালোবাসে। অবসরের পরে বাকি জীবনটা ও লন্ডনে কাটাতে চায়।

হঠাৎ করে কেন লন্ডনে যেতে চান কোহলি এমন প্রশ্ন করা হয় এই কোচকে। জবাব তিনি জানিয়েছেন, সেখানে অনেক স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারেন তিনি। সেই কারণেই এই ভাবনা।

বিজ্ঞাপন
বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতি

তিনি বলেন, ওখানকার পরিবেশ ওদের ভালো লাগে। ভারতে থাকলে যেভাবে সারাক্ষণ ওদের নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হয় সেটা লন্ডনে দরকার পড়ে না। ওখানে অনেক স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারে ওরা।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি বিরাট বা আনুশকা। তারা এখন নিজেদের কাজ নিয়েই ব্যস্ত। যদিও আনুশকা বেশ লম্বা বিরতি নিয়েছেন অভিনয় থেকে। ছোট্ট ছেলে ও মেয়েকে সময় দিচ্ছেন তিনি।

বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতি