বাংলার বাজার বড় করতে আসছে ‘দম’

, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2023-12-10 12:50:46

বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিইও হিসেবে বিগত আড়াই বছরে অনেক সিনেমা, সিরিজ নিয়ে ঘাটাঘাটি করেছেন তিনি। তবে নিজে যে একজন দক্ষ নির্মাতা, সে কথা যেন ভুলেই গিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পরস্কারপ্রাপ্ত পরিচালক রেদোয়ান রনি।

দীর্ঘ সাত বছর পর এবার নতুন চলচ্চিত্র নির্মানে হাত দিয়েছেন তিনি। ছবির নায়ক হিসেবে বেছে নিয়েছেন সাম্প্রতিক সময়ে যে অভিনেতার কাজগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেই চঞ্চল চৌধুরীকে। দুই বাংলার তিন প্রযোজনা প্রতিষ্ঠানের (চরকি, আলফা আই ও এসভিএফ) ব্যানারে নির্মিত হচ্ছে ‘দম’ সিনেমাটি। এসব তথ্য গতকালই প্রকাশ করা হয়েছে।

রেদোয়ান রনি ও চঞ্চল চৌধুরী

তবে এই নতুন সিনেমা ‘দম’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উঠে এলো আরও নানা নতুন। তিন প্রতিষ্ঠানেরই লক্ষ্য, বিশ্বের ৩০ কোটি বাংলাভাষীর চাহিদা পূরণ করা।
আলফা আই-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল প্রসঙ্গক্রমে বলেন, ‘আমাদের বাংলার বাজারটাকে বড় করতে হবে। যেটা কোলাবরেশন ছাড়া সম্ভব নয়। গোটা বিশ্বে প্রায় ৩০ কোটি বাঙালি আমরা। আমাদের এক এক প্রতিষ্ঠানের মার্কেটিং প্ল্যান বা কনটেন্ট হয়তো আলাদা, কিন্তু প্রত্যেকের লক্ষ্য একটাই। সেটি হলো বাংলা কনটেন্ট গোটাবিশ্বে ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্য নিয়েই আমাদের যৌথ শুরু।’

এসভিএফ-এর চেয়ারম্যান ও সহপ্রতিষ্ঠাতা মাহেন্দ্র সনি বলে, ‘বাজেট এখানে ফ্যাক্টর না। বাজেট নিয়ে আমাদের কোনও লিমিট নেই। আমরা আসলে কাজটি একসঙ্গে করতে চাই।’

সনি নিজের ইতিহাস টেনে বলেন, ‘মনে পড়ে, ২৮ বছর আগে আমি আমার ভাই শ্রীকান্তসহ এই প্রতিষ্ঠান শুরু করি। ৯৬ সালে আমাদের প্রথম ছবি ছিলো ‘ভাই আমার ভাই’। যেটাতে অভিনয় করেছিলেন এখানকার নায়িকা রোজিনা ম্যাম। তার মানে আমরা শুরুটাই করি বাংলাদেশ দিয়ে। এরপর ৯৮ সালে দুটো যৌথ প্রযোজনার ছবি করি। যার ডিরেক্টর ছিলেন এখানকার দেলোয়ার জাহান ঝন্টু। এরপর ফেরদৌস ভাইকে নিয়েও আমরা কাজ করেছি। মানে অনেক দিন ধরেই বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক। এবার ‘দম’ দিয়ে সেই সম্পর্ক আরও পোক্ত হলো। আমাদের এই যৌথ প্রজেক্ট ক্রমশ বাড়বে বলেই আমার বিশ্বাস।’

‘দম’-এর থিমেটিক পোস্টার

চরকির সিইও রেদওয়ান রনি এটুকু নিশ্চিত করেছেন, তার নির্মাণে ‘দম’ মুক্তি পাবে ২০২৫ সালের শুরুতে। নির্মাতা জানান, ‘‘এই যৌথ উদ্যোগের জন্য একটা দম দরকার ছিলো। সেজন্যই ‘দম’ দিয়ে আমাদের যৌথ কার্যক্রমের ঘোষণা দেওয়া।’’

রনি জানালেন নির্মাণ থেকে নিজের লম্বা বিরতির কারণটাও। তার ভাষায়, ‘একটা সময় সিনেমা বানানোর প্ল্যাটফর্ম ছিলো না। কিন্তু নাটকটা আরাম করে বানানো যেতো। সিনেমাটাও শুরু করেছি সাহস করে। কিন্তু এরপর এমন একটা সময় এলো, যখন নাটক-সিনেমা কিছুই বানানোর প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না। এই অভাব কিংবা ক্ষোভ থেকেই আড়াই বছর আগে চরকির জন্ম। সেটি দাঁড় করানোর জন্যই আসলে আমার নির্মাণে দেরি হয়ে যায়। চরকি এখন নিজের জোরেই ঘুরছে, তাই মনে হলো এখন সিনেমা বানানো সম্ভব, এবং সেটা বড় পরিসরে। এজন্যই এই কোলাবরেশন।’

দম সিনেমার ক্রিয়েটিভ টিম

চঞ্চল চৌধুরী বললেন, ‘রেদওয়ান রনি যখন নির্মাণ থেকে দূরে সরে গেলো, তখন দেখা হলেই নির্মাণে ফেরার জন্য চাপ দিতাম। শেষ পর্যন্ত ও যখন ফিরলো তখন আমাকেই অফারটা দিলো। ফলে এর গল্প, নাম, পরিচয় না জেনেই আমি সম্মতি না দিয়ে পারিনি। বিশ্বাস করবেন কি না, গল্পের রেশ জানলেও ছবিটির নাম জানতে পেরেছি অনুষ্ঠানে এসে! আশা করছি এই ছবি আর যৌথ উদ্যোগ, নতুন বার্তা দেবে বিশ্ব-বাংলায়।’

পুরো আয়োজনটি দারুণ সঞ্চালনা করেন মৌসুমী মৌ। অতিথি হিসেবে হাজির ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, নির্মাতা আদনান আল রাজীব ও রায়হান রাফী, সঞ্চালক-অভিনেত্রী মাসুমা নাবিলা ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর টিম।

 

এ সম্পর্কিত আরও খবর