‘তুফান’-এর পর নাবিলার আরেকটি নতুন ছবির খবর

ঢালিউড, বিনোদন

মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2024-03-12 14:22:12

উপস্থাপনা দিয়ে তারকাখ্যাতি পাওয়া মাসুমা রহমান নাবিলার অভিনয়ে অভিষেক হয় অমিতাভ রেজা চৌধুরীর ব্যাবসাসফল চলচ্চিত্র ‘আয়নাবাজি’ দিয়ে। প্রথম অভিনয় দিয়েই নিজের জায়গা করে নেন এই তারকা। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই ছবিতে নাবিলা অভিনয় করেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। ‘আয়নাবাজি’ মুক্তির চার বছর পর তাকে আর চলচ্চিত্রে দেখা যায়নি।

গতকাল থেকেই নাবিলা নতুন করে আলোচনায় আসেন। কারণ তিনি অভিনয় করতে যাচ্ছেন রায়হান রাফির মতো জনপ্রিয় নির্মাতার সিনেমায়। তাও আবার সহশিল্পী হিসেবে থাকছেন সুপারস্টার শাকিব খান।

 শাকিব খান ও নাবিলা /  ছবি : ফেসবুক

সেই খবরের রেশ থাকতে থাকতেই নাবিলার আরেকটি নতুন চলচ্চিত্রের খবর পাওয়া গেল। নীরবে সেই ছবির শুটিংও করে ফেলেছেন এই মডেল-অভিনয়শিল্পী। ‘বনলতা সেন’ নামের এ ছবির শুটিং শেষ হয়েছে। এখন চলছে শুটিং-পরবর্তী কাজ।

‘বনলতা সেন’ ছবির পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। তিনি এর আগে ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্র বানিয়ে আলোচনায় আসেন। এটি উজ্জ্বলের দ্বিতীয় চলচ্চিত্র। জানা গেছে, গত বছরের শুরুর দিকে নাবিলা অভিনীত ছবিটির শুটিং শুরু হয়। ছবির গল্পের প্রয়োজনে ঋতুবৈচিত্র্যের ব্যাপারটি তুলে ধরা প্রয়োজন ছিল। তাই আট মাসে ছবিটির শুটিংয়ের কাজ শেষ করেন পরিচালক।

মাসুমা রহমান নাবিলা /  ছবি : ফেসবুক

‘বনলতা সেন’ ছবিটি ২০২১-২২ সালের সরকারি অনুদান পেয়েছে। ছবির পরিচালক উজ্জ্বল বলেন, ‘শুটিংয়ে যেখানে যা প্রয়োজন, তা-ই করেছি। কোনো ধরনের আপস আমরা গল্পের সঙ্গে করিনি। তাই ছবিটির শুটিং শেষ করতে আট মাসের মতো সময় লেগেছে।’

‘বনলতা সেন’ ছবিতে নাবিলার চরিত্রটি কী এবং কেন তাকে চূড়ান্ত করা হয়েছে, সে বিষয়ে উজ্জ্বল বলেন, ‘নাবিলা যে চরিত্রে অভিনয় করেছেন, এই চরিত্রের জন্য কয়েকজন অভিনয়শিল্পীর অডিশন নিয়েছি। পরে ভাবলাম, চরিত্রটি যেভাবে আমি ভাবছি, অডিশন শেষে মনে হলো, তা নাবিলাকে দিয়ে করিয়ে নেওয়া সম্ভব।’

মাসুমা রহমান নাবিলা /  ছবি : ফেসবুক

কথায় কথায় উজ্জ্বল বললেন, ‘এটুকু বলতে পারি, নাবিলাকে মানুষ যে ধরনের চরিত্রে প্রত্যাশা করে, সে রকমভাবে আমার ছবিতে উপস্থাপন করতে চাইনি। আমি এমন কিছু করতে চেয়েছি, যেমনটা সচরাচর মানুষের চিন্তায় আসে না। শুটিং শেষে আমারও মনে হয়েছে, যেমনটা ভেবেছি, মোটেও মিথ্যা ছিল না।’

এ সম্পর্কিত আরও খবর