একটু আগেই কলকাতার সিনেমার সুপারস্টার ও এমপি দেব তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্টোরি শেয়ার করেছেন। স্টোরিটি বাংলাদেশের এ সময়ের অন্যতম সফল নির্মাতা রায়হান রাফিকে ঘিরে।
স্টোরিতে লেখা আছে, ‘‘তুফান’ রিলিজের পর তার সাফল্য দেখে দেব ও জিৎ দুজনেই আমাকে তাদের সাথে কার করার অফার দিয়েছেন। আমি এখনো কাউকে কনফার্ম করিনি।- এক সাক্ষাৎকারে জানিয়েছেন রায়হান রাফি।’’
এই বক্তব্যটির কথা শুনে দেবের হয়তো ভালো লাগেনি। তাই সে বিষয়টি স্টোরির মাধ্যমে ক্লিয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘এটা সত্য নয়। তারপরও তার জন্য শুভকামনা।’
তবে রায়হান রাফি এ ধরনের কোন বক্তব্য কোন ইন্টারভিউতে দিয়েছেন কি না নিয়ে সন্দেহ রয়েছে নেটিজেনদের। অনেকের দাবী তানভীর তারেকের একটি শোতে এ প্রসঙ্গে কথা বলেছেন রাফি। তবে তিনি কলকাতার কোন বড় দুই অভিনেতা তাকে অফার দিয়েছেন তাদের নাম উল্লেখ করেননি।
ফেসবুক কমেন্টে একজন লিখেছেন, ‘কিছু লোকজন ভিউ পাওয়ার জন্য চমকপ্রদ হেডলাইন, থাম্বনেইল দিয়ে মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে।’
আরেকজন অবশ্য লিখেছেন, ‘বিষয়টা না জেনে-বুঝেই স্টোরি মেরে দিলো দেব!’
অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘রাফি কলকাতার যে ২ বড় স্টারের নাম বললো তারা কি অঙ্কুশ আর বনি নাকি তাহলে? কলকাতার বড় ২ সুপারস্টারকে সবাই চিনে।’
এ প্রসঙ্গে রাফির কোন মন্তব্য এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে যেহেতু দেব নিজেই যুক্ত হয়ে পড়েছেন তাই রাফির উচিত দ্রুত এ বিষয়ে স্পষ্ট কোন বক্তব্য দেওয়া- এমনটাই মনে করছে নেটিজেন।