নিজেকে ‘স্বার্থপর’ স্বীকার করে ক্ষমা চাইলেন ফারিণ

সংস্কৃতি অঙ্গন, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-04 13:02:33

কোটা সংস্কার আন্দোলন প্রতিদিন নতুন পথে পা বাড়াচ্ছে। গতকাল বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে নানা শ্রেণি পেশার মানুষের মিলে যাওয়ায় তাদের কর্মকাণ্ড ও সিদ্ধান্তের প্রতি আস্থা বেড়েছে অনেকের। জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণও আছেন সেই তালিকায়।

এতোদিন এই আন্দোলনে নিজে কোন পক্ষে যাবেন সেটাই বুঝতে পারছিলেন না ফারিণ। এজন্য ছিলেন একেবারেই চুপ। কিন্তু গতকাল তিনি সিদ্ধান্ত নিয়েছেন ছাত্রদের পক্ষে থাকার।

তাসনিয়া ফারিণ । ছবি: ফেসবুক

তবে তিনি এটাও জানেন যে, এতো দেরীতে ছাত্রদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তে অনেকে খুশি হলেও একদল নেটিজেন তারা আচ্ছামতো কটাক্ষ করবে। তাই আগেই নিজেই দোষ শিকার করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন গতকাল রাতে।

তাসনিয়া ফারিণের মতো এতো সহজ স্বীকারোক্তি আর কোন তারকাকে করতে দেখা যায়নি। তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘এতগুলো দিন পার হয়ে যাওয়ার পর আমার কিছু বলা বা না বলাতে কিছু আসা যায় না। তবু মনে হচ্ছে আমার চুপ থাকাটাকে নিজের কাছে নিজের সহ্য হচ্ছে না।’

তাসনিয়া ফারিণ । ছবি: ফেসবুক

এই অভিনেত্রী নিজের ভুল স্বীকার করে লিখেছেন, ‘আমি আমার নিজের নিরাপত্তার কথা চিন্তা করে নীরব ছিলাম। সাহসের অভাবে নীরব ছিলাম। নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখতে পারিনি। এ ব্যর্থতার দায় সম্পূর্ণ আমার। গা বাঁচিয়ে একটা দায়সারা বক্তব্য প্রদান করার চেয়ে আমার নীরব থাকাকে শ্রেয় মনে হয়েছে। কিন্তু আজকে যখন হাজার হাজার মানুষ নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে শহীদ মিনারে জড়ো হল ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদে, তখন নিজের বাসায় বসে নিজের নিরাপত্তার কথা ভাবাটাই হাস্যকর। কারো কোনো সাহায্য সহযোগীতা ছাড়া আপনারা সাধারণ মানুষ যারা এত সুন্দর করে দেশ সংস্কারের কাজ করে যাচ্ছেন তারাই আসল সেলিব্রিটি। আমার মতো স্বার্থপর মানুষদের অনেক কিছু শেখার আছে আপনাদের থেকে। হয়ত একদিন আপনাদের মতো আমারও সাহস হবে, কোনো কিছু লিখতে বলতে গিয়ে দশ বার ভাবতে হবে না। এখনও অনেক কথা লিখতে গিয়ে বারবার মুছে ফেলছি। ’

তাসনিয়া ফারিণ । ছবি: ফেসবুক

সবশেষে এই অভিনেত্রী ছাত্রসমাজের কাছে ক্ষমা চেয়ে লিখেছেন, ‘আপনাদের মনে কষ্ট দিয়েছি। আমি ক্ষমাপ্রার্থী। বাংলাদেশের নাগরিক হিসাবে চাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক। কেউ পারলে আপনারাই পারবেন।’

ফারিণের এই স্ট্যাটাসের কমেন্ট বক্সে চোখ রাখলেই বোঝা যায় আসলেই অনেকে খুশি হয়েছেন তাদের প্রিয় অভিনেত্রী ছাত্রদের পাশে দেরীতে হলেও দাঁড়িয়েছেন বলে। তবে কটাক্ষ করার লোকও কম ছিল না। অভিনেত্রীর এই স্ট্যাটাস মন গলাতে পারেনি অনেকের!

এ সম্পর্কিত আরও খবর