একদিকে বক্সঅফিসে ‘পুষ্পা ২’ এর অভূতপূর্ব সাফল্য, অন্যদিকে একের পর এক অঘটন ঘটছে এই ছবিটিকে ঘিরে। তাই নিজের ছবির এতোবড় সাফল্য ভালোভাবে উপভোগই করতে পারছেন না দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন।
শুধু তাই নয়, ছবিটিকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক নারীর মৃত্যুর জন্য এই অভিনেতাকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। এবার ‘পুষ্পা ২’ নিয়ে আরেক অঘটন সামনে এলো!
ভারতের বেনারসে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। এক প্রেমিকা তার প্রেমিকের কাছে আবদার রেখেছিলেন ‘পুষ্পা ২’ দেখার। কিন্তু তাতে রাজি হয়নি সেই প্রেমিক। আর তার জেরে মেয়েটি আত্মহত্যা চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, মেয়েটি তার প্রেমিকের সাথে সিনেমা দেখা নিয়ে তর্কের পরে একটি হোটেলের তৃতীয় তলা থেকে লাফ দেয়। স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ প্রেমিককে আটক করেছে।
আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা জুটির ‘পুষ্পা ২’ একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। ছবিটি মুক্তির ১৪ দিনের মধ্যে বিশ্বব্যাপী ১৫০০ কোটির বেশি আয় করেছে।