‘প্যাডম্যান’, ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘রুস্তম’ ও ‘কেসারি’র মতো এবার শত কোটির ঘরে পৌঁছে গেল অক্ষয় কুমার অভিনীত ‘মিশন মঙ্গল’। ১০০ কোটির ক্লাবে ঢুকতে ছবিটি সময় নিয়েছে মাত্র পাঁচ দিন। বর্তমানে ছবিটির মোট আয় ১০৭ কোটি ৫৬ লাখ রুপি।
আরও পড়ুন: বক্স অফিসে ঝড় তুলছে অক্ষয়ের ‘মিশন মঙ্গল’
২০১৩ সালে ভারতের ‘মঙ্গলযান’ মিশনের উপর ভিত্তি করে নির্মিত ‘মিশন মঙ্গল’ গত ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে অক্ষয় কুমারকে দেখা গেছে ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশনের (ইসরো) সিনিয়র বিজ্ঞানী রাকেশের চরিত্রে।
আরও পড়ুন: সোনাক্ষির নতুন মেকআপ আর্টিস্ট অক্ষয়!
এছাড়া ইসরো’র পাঁচজন নারী বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালন, তাপসী পান্নু, সোনাক্ষী সিনহা, কৃতি কুলহারি ও নিত্যিয়া মেনন। রয়েছেন শারমান জোশিও।
আরও পড়ুন: অক্ষয়ের মুখে নারী বিজ্ঞানীদের জয়গান
আরও পড়ুন: রোবট তৈরির চেয়ে মঙ্গলে যাওয়ার খরচ কম!