অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুমায়ূন সাধু।
তার মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘গত তিনদিন ধরে সাধুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। অবশেষে সে জীবন যুদ্ধে হেরে আমাদের ছেড়ে চলে গেল।’
গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর ব্রেন স্ট্রোক হয়। ওই সময় তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আবারও তার ব্রেন স্ট্রোক হলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তরুণ এই নির্মাতা।
হুমায়ূন সাধু একাধারে একজন অভিনেতা ও নির্মাতা। তিনি মেইড ইন বাংলাদেশ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এছাড়া মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন।
হুমায়ূন সাধু অভিনীত আলোচিত নাটক ‘উন মানুষ’। তার পরিচালিত নাটক ‘চিকন পিনের চার্জার’ বহুল আলোচিত হয়।
আরও পড়ুন
* বাদ জুমা হুমায়ূন সাধুর জানাজা
* লাইফ সাপোর্টে হুমায়ূন সাধু, নেওয়া হচ্ছে বিদেশ
* গুরুতর অসুস্থ হয়ে কথা বলতে পারছেন না হুমায়ূন সাধু