গুরুতর অসুস্থ হয়ে কথা বলতে পারছেন না হুমায়ূন সাধু
নাট্য নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধু গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালের ৭২২ নাম্বার কক্ষে ভর্তি আছেন। অসুস্থতার জন্য তিনি বেশ কিছু দিন ধরে কথা বলতে পারছেন না। বার্তাটোয়েন্টিফোর.কমকে এমন তথ্য জানিয়েছেন হুমায়ূন সাধুর বড় বোন ফরিদা আক্তার।
ফরিদা আক্তার বলেন, ‘জ্বর থাকা অবস্থায় তাকে (হুমায়ূন সাধু) ৫ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার রক্তে ইনফেকশন ধরা পড়েছিল। তবে বেশ কিছুদিন হল সে কথা বলতে পারছে না। কোনো কথা জিজ্ঞেস করলে তিনি তাকিয়ে থাকছে, উত্তর দিতে পারছে না।’
কেন কথা বলতে পারছেন না এমন প্রশ্নে ফরিদা আক্তার বলেন, ‘ডাক্তারা সেটা জানাতে আজ এম আর আই পরীক্ষা করিয়েছে। সন্ধ্যায় তার রিপোর্ট আসার কথা তখন কেন কথা বলতে পারছে না সেটা জানাতে পারবো।’
জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসাবে মিডিয়াতে আসেন হুমায়ূন সাধু। এরপর ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর বহু নাটকে অভিনয় করেছেন তিনি। নাম লিখিয়েছেন নাট্য নির্মাতা হিসাবেও।