মোশাররফ কি জনপ্রিয়তা হারাচ্ছেন?

, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-26 06:45:26

অনেক বছর ধরেই, বলতে গেলে, টিভি নাটকে একচ্ছত্র আধিপত্য মোশাররফ করিমের।

যে কয়েকটি চলচ্চিত্রে হাজির হয়েছেন, সেগুলোও হয়েছে প্রশংসিত।

টিভি চ্যানেলে মোশাররফ করিমের নাটক মানেই বাড়তি কদর।

তাই নির্মাতারা মোশাররফের শিডিউল পেতে বছরজুড়ে থাকেন মরিয়া! ইউটিউবেও তার নাটকের ভিউ অগুণিত।


তবে এ সময়ে এসে মোশাররফের জনপ্রিয়তা এবং দর্শকচাহিদা নিয়ে নতুন সমীকরণে বসতে হচ্ছে।

গেলো ইদে টিভি চ্যানেলগুলোতে প্রচারিত বিশেষ নাটকের ভীড়ে মোশাররফ অভিনীত নাটক হারিয়েই গেছে বলা চলে!

সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নাটকগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে, সেখানে তিনি একেবারেই অনুপস্থিত।

ছিলো না মোশাররফের বিশেষ কোনো টিভি অনুষ্ঠান।


এ তো গেলো ইদ অনুষ্ঠান পর্যবেক্ষণ!

মোশাররফহীনতার এ চিত্র আরও মাসকয়েক আগে থেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, বছরখানেক আগেও মাসের প্রায় সবগুলো দিন মোশাররফ ব্যস্ত থাকতেন বিভিন্ন নাটকের ইউনিটে।

তাকে কাস্টিং করতে গেলে দু’তিন মাস আগে থেকেই যোগাযোগ করতে হতো।

তবে আগের চেয়ে এখন ব্যস্ততা কমেছে। নির্দিষ্ট কিছু পরিচালকের কাজই করছেন।


তবে কি মোশাররফ করিমের জনপ্রিয়তা-চাহিদায় ভাটা পড়েছে?
নাকি ‘অভিনেতা মোশাররফ’ বাঁক বদল করছেন?


সাধারণত তাকে বছরজুড়ে কমেডিঘরানার নাটকেই বেশি দেখা যায়।

অতি দুর্বল গল্প-নির্মাণ উৎরে যায় শুধু তার উপস্থিতির কারণে- এমন উদাহরণ পাওয়া যাবে অনেক।

এ নিয়ে অবশ্য সমালোচনার অন্ত নেই।

তবে মোশাররফ সমালোচনা কিংবা প্রশংসা- কোনোটাকেই বিশেষ পাত্তা দিয়ে চলা মানুষ নন।


টিভিনাটক সংশ্লিষ্ট অনেকে বলছেন,

হতে পারে মোশাররফ করিম ক্যারিয়ারের এ পর্যায়ে এসে একটা বাঁক বদলের কথা ভাবছেন। চ্যানেল কিংবা নির্মাতাদের চাহিদা অনুযায়ী নয়, নিজের পছন্দ এবং রুচি অনুযায়ী মুভ করার ব্যাপারে চিন্তা করছেন তিনি। সে কারণেই খানিকটা নিরব।

 

উল্লেখ্য, গত বছরের আগস্টে টিভি নাটকের সেটে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মোশাররফ করিম। এরপর বেশ লম্বা বিরতি নিয়ে কাজে ফেরেন। এ বছরের মার্চে একটি টিভি অনুষ্ঠানে মন্তব্যের জেরে বড় ধরণের গণরোষের কবলে পড়েন তিনি। 

 

ছবি: নূর

এ সম্পর্কিত আরও খবর