১৯৮৫ সালে গঠিত হওয়া এই ব্যান্ডের যাত্রা নকীব খানের হাত ধরে। তিনি সোলস ছেড়ে এসে এই ব্যান্ড গঠন করেন। তখন দেশে রক গানের জোয়ার। রেনেসাঁ চেয়েছিল সেই জোয়ার থেকে বেরিয়ে এসে নতুন কিছু করতে।
জন্মের তিন বছর পর বাজারে আসে তাদের প্রথম অ্যালবাম, সেল্ফ টাইটেল্ড ‘রেনেসাঁ’। সর্বশেষ অ্যালবাম বেরোয় ২০০৪ সালে। এতদিনে মেঘে মেঘে কেটে গেছে ১৪ বছর। আর কোনো নতুন অ্যালবাম আসেনি রেনেসাঁর।
আরও পড়ুনঃ জয়ার সঙ্গে এরা কারা!
রেনেসার অ্যালবাম তালিকাঃ
নকীব খানের ভাষ্যমতে-
অনেক গানের কথ ও সুর ইতোমধ্যেই তৈরি করে ফেলেছেন তারা। সেই সবগুলো গানের আসল রুপ দিতেই স্টুডিওতে কাজও শুরু করেছেন। কাজ শেষ হলেই অ্যালবাম প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করবেন। অ্যালবামের নাম এমনকী গানের সংখ্যাও এখনও চূড়ান্ত হয়নি।
আরও পড়ুনঃ কার সঙ্গে ছবি পোস্টের অনুমতি পেলেন শাহরুখ?
এত সময় নিয়ে অ্যালবাম করার ব্যাপারে এর আগে নকীব খান বলছিলেন-
যেহেতু সবাই চাকরি নিয়ে ব্যস্ত থাকে তারা, তাই একটু বেশি সময় লেগে যায় অ্যালবামের কাজগুলো করতে। ব্যান্ডের সবাই গানের ব্যাপারে খুবই সিরিয়াস বলে গানের গুণগত মানের ব্যাপারে কখনোই আপস করতে রাজি হোন না তারা।
সবমিলিয়ে এক অ্যালবামের পর আরেক অ্যালবাম আসতে চলে যায় অপেক্ষার বহু দীর্ঘ বছর।
রেনেসাঁর লাইনআপঃ
হৃদয় কাদামাটি, ভালো লাগে, আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায় সহ তাদের প্রচুর শ্রোতাপ্রিয় গান আছে।