অবশেষে শাহরুখ অনুমতি পেলেন
পঁচিশ বছর পার হয়ে গেছে শাহরুখ-গৌরী বন্ধনের।
এত বছরেও কোথাও কি কেউ দেখেছেন তাদের কোনো সেলফি? দেখেননি।
গত ক’দিন ধরেই ইউরোপ ঘুরে বেড়াচ্ছে পুরো খান পরিবার। গরমের ছুটি কাটাচ্ছে সেখানে। সেসব মুহূর্তগুলোও ছবি আকারে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
এখানে পড়তে পারেন: সানি লিওনি’র গোপন কথা
পাপারাজ্জির হাত ধরে নয়, সেসব পোস্ট করছেন খান পরিবারের সদস্যরাই। কখনও শাহরুখ, কখনও গৌরী, কখনও বা তাদের সন্তানেরা।
এর আগেও বিভিন্ন সময় পোস্ট করেছেন তারা নিজেদের অজস্র ছবি। কিন্তু সেসবের মধ্যে ছিলো না শাহরুখ-গৌরীর কোনো সেলফি, গোরৗর পক্ষ থেকে পোস্ট করার অনুমতি না থাকার কারণে।
আরও পড়ুন: প্যাথোজ কুইনকে চেনেন?
এই প্রথম অনুমতি মিলেছে শাহরুখ খানের। পোস্ট করেছেন গৌরীর সঙ্গে সেলফি। ছবির ক্যাপশনেও তাই লিখেছেন বলিউড বাদশাহ।
শনিবার গভীর রাতে সে ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
আরও পড়তে পারেন: চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন যারা