মেহরীনের জোড়া কনসার্ট

সুরতাল, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-23 21:59:16

দেশে এবং দেশের বাইরে এই সপ্তাহেই টানা দুটি কনসার্টে গান শোনাবে পপ তারকা মেহরীন মাহমুদ।


প্রথম কনসার্টটি হবে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে, শারীরিক শিক্ষা কলেজ মাঠে।


আগামী ২৭ জুলাইয়ের এই কনসার্টে মঞ্চ কাঁপানোর জন্য আরও থাকছেন নগরবাউল জেমস, মাকসুদ ও ঢাকা এবং ব্যান্ড আর্টসেল।


কনসার্ট ছাড়াও এখানে দেখানো হবে বর্তমান সরকারের সফলতা নিয়ে তথ্যচিত্র।

পুরো অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে আইআরবি ইভেন্ট লিমিটেডের উদ্যোগে এবং ক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগিতায়।

বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত পুরো মাঠ এবং আশপাশের মানুষ ভাসতে থাকবে সুরের মোহনায়।

মেহরীন বললেন-

কনসার্ট মানেই ভিন্ন রকম আয়োজন। লাইট, সাউন্ড সবকিছু মিলিয়ে ভিন্নরকম পরিবেশ তৈরি হয়। সরাসরি দর্শকদের সামনে গাওয়া সব সময় ভিন্ন রকম উদ্দীপনা তৈরি করে। সরাসরি গান গাওয়া সব সময় চ্যালেঞ্জিং। তবে দর্শকদের সামনে গাওয়া দারুণ উপভোগ করি। এবারের কনসার্টেও দর্শকরা আমাকে ভিন্নভাবে খুঁজে পাবেন। এ ছাড়াও বাকি তিনজনের গান পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখবে। সব মিলিয়ে দুর্দান্ত একটি কনসার্ট হবে, আশা করা যায়।

কনসার্টের উৎসবে আরও হাওয়া দিতে মাত্র দুইশো টাকার টিকিটের সঙ্গে থাকছে প্রাণ লাচ্ছি ফ্রি।

থাকছে র‌্যাফেল ড্রতে বেশ কিছু আকর্ষণীয় পুরষ্কার।

টিকেট কেনা যাচ্ছে ticketchi.com, টেস্টি ট্রিটের সব আউটলেট এবং আইআরবি ইভন্টে লিমিটেডের ফেসবুক পেজ থেকে।


অন্য কনসার্টটি হবে কলকাতায়, আগরতলার রবীন্দ্র ভবনে (২ নং প্রেক্ষাগৃহে)।

আগামী ২৭ তারিখ থেকে তিনদিনের জন্য চলবে ‘ঢাকা-আগরতলা ডি-ফটোক্যাফে আন্তর্জাতিক ছবি উৎসব ২০১৮’।

দর্শনার্থীরা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত ফ্রি এন্ট্রিতে যোগ দিতে পারবেন উৎসবে।


সেখানেই ২৯ জুলাই রাত আটটা থেকে মঞ্চ মাতাবে মেহরীন এবং আনাড়ি।


আগরতলার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তারা একইদিন, জানালেন মেহরীন।

সবকিছু ঠিকঠাক থাকলে দেশে ফিরবেন আগস্টের দুই তারিখ।

ছবি সংগ্রহঃ ফেসবুক


আরও পড়ুনঃ

উত্তম কুমারের তিন প্রিয়
‘বিনোদন আসলে ব্যবসা না, এটা কে বুঝবে!’
জ্যাম-এর শহরে ঋতুপর্ণা

এ সম্পর্কিত আরও খবর